আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির (Sharif Osman Bin Hadi) কবর জিয়ারত করবেন বি’\এন’\পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। বি’\এন’\পি দলীয় সূত্র শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
এই সময় তার সাথে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)–সহ বি’\এন’\পি’র শীর্ষ পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানিয়েছে, হাদির কবর জিয়ারতের পর তারেক রহমান নির্বাচন কমিশনে যাবেন এনআইডি রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে। এরপর তিনি যাবেন পঙ্গু হাসপাতালে, সেখানে জুলাই মাসে গণঅভ্যুত্থানে আ’\হ’\তদের দেখতে যাবেন।
আজ শুক্রবার বিকেলে তিনি রাজধানীর শেরে বাংলা নগরে তার বাবা, বি’\এন’\পি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)–এর কবর জিয়ারত করেছেন।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখান থেকে তিনি যান এভারকেয়ার হাসপাতালে মাকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)–কে দেখতে। পরে গুলশানের বাসভবনে যান তিনি।


