হাদির বোনের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন পরিবারের সদস্যরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শ’\হী’\দ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদির সম্ভাব্য প্রার্থিতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তার পরিবার। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে তার স্বামী আমির হোসেন হাওলাদার (Amir Hossain Hawlader) জানান, ঢাকা-৮ এবং ঝালকাঠির নলছিটি এলাকার সাধারণ জনগণের দাবি ছিল—হাদির পরিবারের কেউ যেন নির্বাচনে অংশ নেন।

তিনি বলেন, “আমরা এই দাবিকে সম্মান জানাই। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিবার ও ইনকিলাব মঞ্চের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে।”

শুক্রবার সকালে হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁর বোন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে অংশ নেয় বিপুল সংখ্যক সমর্থক ও শুভানুধ্যায়ী। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা বলেন, “শ’\হী’\দ হাদির আদর্শ যেন থেমে না যায়।”

এর আগে ১২ ডিসেম্বর দুপুরে শ’\হ’\রিফ ওসমান হাদির ওপর গু’\লি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

তবে সব প্রচেষ্টাকে ব্যর্থ করে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এরপর তার মরদেহ দেশে আনা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই—দাফন করা হয়।

শ’\হী’\দ শরিফ ওসমান হাদি ছিলেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। তার অকাল মৃত্যু ও জনপ্রিয়তা ঘিরে মাসুমা হাদির প্রার্থিতার সম্ভাবনা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *