বি’\এন’\পি–তে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন রাশেদ খাঁন (Rashed Khan)। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন গণঅধিকার পরিষদ (Gonodhikar Parishad)–এর সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক বার্তায় তিনি বলেন, “রাশেদ খান ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছে। সেখানে নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে অনুমতি দিয়েছি। সে ধানের শীষে নির্বাচন করবে।”
নুর আরও জানান, “রাশেদ খাঁন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করবে। আমরা শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেব।”
এদিকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ (Abu Hanif) জানান, “রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বি’\এন’\পি’তে যোগ দিচ্ছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর কে হবেন নতুন সাধারণ সম্পাদক, তা ঠিক হবে নির্বাহী ও উচ্চতর পরিষদের বৈঠকে।”
রাশেদের এই পদক্ষেপকে ‘নির্বাচন-কেন্দ্রিক কৌশলগত’ বলেই ব্যাখ্যা করছে গণঅধিকার পরিষদ। দল ছেড়ে অন্যদলে গিয়ে প্রার্থী হওয়া স্বাভাবিক সময়ের রাজনীতিতে বিরল না হলেও, দলের সম্মতি নিয়ে এমন সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকল।


