টাঙ্গাইল-৪: নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল লতিফ সিদ্দিকী (Abdul Latif Siddique) স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের কালিহাতীর বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

আওয়ামী লীগ (Awami League)–এর সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী লতিফ সিদ্দিকী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবেও পরিচিত। পরবর্তীতে তাকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়। তার এই নির্বাচনী সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের পৈত্রিক নিবাস কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে। স্বাধীনতা-পূর্বকাল, মুক্তিযুদ্ধকাল ও বর্তমান সময় পর্যন্ত জাতীয় রাজনীতিতে এই পরিবারের ভূমিকা রয়েছে।

লতিফ সিদ্দিকী বলেন, “গত কয়েকদিন ধরে আমি দ্বন্দ্বে ছিলাম—নির্বাচনে অংশ নেব কি না। আমি সব সময় জনগণের মতামত ও জনরায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করে এসেছি। কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের অনুরোধেই সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করার।”

তিনি আরও জানান, “আমি মনে করি দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, তাই রবিবার মনোনয়নপত্র সংগ্রহ করব এবং সোমবার তা জমা দেব। এরপর মাঠে নামব গণসংযোগে।”

এ আসনে এবার বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন দলের কেন্দ্রীয় সদস্য ও শিল্পপতি লুৎফর রহমান মতিন। জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন জেলার নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং জাতীয় পার্টি (Jatiya Party – JP) থেকে লড়বেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।

এছাড়াও মনোনয়নপত্র কিনেছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোড্যাব নেতা অধ্যাপক ডা. শাহআলম তালুকদার।

টাঙ্গাইল-৪ আসনে এই নির্বাচনী প্রতিযোগিতা তাই একাধিক হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে পরিণত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *