ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে সোমবার (২৯ ডিসেম্বর)। এদিন বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। রোববার বিকেল ৫টা পর্যন্ত ৩০০টি আসনের জন্য মোট ৩ হাজার ১৪৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও, জমা পড়েছে মাত্র ১৬৬টি মনোনয়নপত্র।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
অনেকে মনে করছেন, প্রার্থীরা শেষ দিনে একযোগে মনোনয়ন জমা দেবেন। যদিও ইসি’র কর্মকর্তারা এ নিয়ে উদ্বিগ্ন নন। অতীতেও শেষ দিনেই ব্যাপক হারে মনোনয়ন জমা পড়েছে বলে তাঁরা জানিয়েছেন। তবে সংশ্লীষ্টরা মনে করছেন , মূলত জোটের হিসাব পরিষ্কার না হওয়ায় মনোনয়ন পত্র জমা দেবার হার কম। এছাড়া বড় দলগুলির প্রার্থী চূড়ান্ত না হওয়ায় এখনো অনেকেই মনোনয় ফর্ম তুললেও জমা দেননি।
এদিকে, নির্বাচনী কার্যক্রমের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থাকে একাধিক চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগসহ সংশ্লিষ্টদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো এক চিঠিতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ অবৈধ অস্ত্র উদ্ধার, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত মোতায়েন ও বাজেট প্রণয়নের বিষয়ে সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
চিঠিতে আরও বলা হয়, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে ডিজিটাল মাধ্যমে ভুল তথ্য বা অপপ্রচারের বিস্তার রোধ, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা ও অনুমোদন নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করা হয়।
নির্বাচন কমিশন আশা করছে, এ সব ব্যবস্থা নিশ্চিত করা গেলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগেই ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ চলবে ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


