আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে ৮ দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডা. মাহমুদা মিতু। ফলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে গেলেন আলোচনায় থাকা আরেক প্রার্থী ড. ফয়জুল হক।
জোট সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের আসন সমঝোতায় ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা মিতুর নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ঘরানার প্রার্থী হিসেবেই মাঠে নামছেন।
অনেকে ধারণা করেছিলেন, স্থানীয়ভাবে পরিচিত এবং জাতীয় পর্যায়েও একাধিকবার আলোচিত – সমালোচিত ড. ফয়জুল হকই হবেন প্রার্থী। তবে শেষ মুহূর্তে জোটের মনোনয়ন তালিকা থেকে তার নাম বাদ পড়ায় হতাশা তৈরি হয়েছে তার সমর্থকদের মধ্যে।
ডা. মাহমুদা মিতু এর আগে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলীয় মনোনয়ন পাওয়া প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও, এনসিপির নেতারা মনে করছেন ডা. মিতুর প্রার্থিতা দলীয় সিদ্ধান্ত এবং জোটের কৌশলের প্রতিফলন। অন্যদিকে, ড. ফয়জুল হক এই সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া জানাবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।


