আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, নির্ধারিত এই সময়সীমার মধ্যেই প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। সময়মতো দাখিল না করলে নির্বাচনী মাঠে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
ইসির পরিপত্র অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে। সেই আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার, যা শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এএসএম হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন সংগ্রহে প্রার্থীদের বিপুল সাড়া মিললেও জমা দেওয়ার হার তুলনামূলকভাবে কম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশের ১০টি প্রশাসনিক অঞ্চলে মোট ৩,১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আঞ্চলিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়—
– ঢাকা অঞ্চল মনোনয়ন সংগ্রহ করেছেন সর্বাধিক ৫৯৬ জন, জমা দিয়েছেন মাত্র ২২ জন।
– কুমিল্লা অঞ্চল: ৪৬২ জন নিয়েছেন, জমা দিয়েছেন ২৮ জন।
– ময়মনসিংহ: ৩৮৩ জন নিয়েছেন, জমা দিয়েছেন ১৫ জন।
– খুলনা: ৩৪৭ জন নিয়েছেন, জমা দিয়েছেন ২০ জন।
– রাজশাহী: ৩০৫ জন নিয়েছেন, জমা দিয়েছেন ২০ জন।
– চট্টগ্রাম: ২৮৭ জন নিয়েছেন, জমা দিয়েছেন ১৩ জন।
– রংপুর: ২৫৮ জন নিয়েছেন, জমা দিয়েছেন ৬ জন।
– বরিশাল: ১৮২ জন নিয়েছেন, জমা দিয়েছেন ১৫ জন।
– সিলেট: ১৬৯ জন নিয়েছেন, জমা দিয়েছেন ১০ জন।
– ফরিদপুর:** ১৫৫ জন নিয়েছেন, জমা দিয়েছেন ১৭ জন।
পরিসংখ্যান বলছে, বেশিরভাগ মনোনয়ন সংগ্রহকারী শেষ মুহূর্তে জমা দেওয়ার কৌশল নিতে পারেন। নির্বাচন কমিশনও প্রার্থীদের প্রতি বারবার সময়সীমা মেনে মনোনয়ন দাখিলের অনুরোধ জানিয়ে আসছে।


