বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (Bangladesh Nationalist Party) মনোনীত প্রার্থী হিসেবে ববি হাজ্জাজ (Bobby Hajjaj) আজ সোমবার ঢাকা-১৩ আসনে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ববি হাজ্জাজ জানান, “আমরা আশাবাদী যে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। নির্বাচন কমিশন (ইসি) সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করবেন বলেই আমরা বিশ্বাস করি।”
তিনি বলেন, “কৌশলগত কারণে আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। আমরা শুরু থেকেই জোটের অংশ ছিলাম, এখনও আছি। বিএনপির নেতা-কর্মীরা আমাদের পাশে ছিলেন এবং এখনো আছেন। আমরা এক মার্কাতেই নির্বাচন করব—এটাই আমাদের কৌশলগত অবস্থান।”
উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) (National Democratic Movement – NDM)–এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ববি হাজ্জাজ। দল বদলের মাত্র কয়েকদিনের মধ্যেই তাকে ঢাকা-১৩ আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব, কৌশলগত অবস্থান ও জোট রাজনীতির ধারাবাহিকতায় ববি হাজ্জাজের প্রার্থিতা এই আসনে নতুন মাত্রা যোগ করতে পারে।


