আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরিবর্তে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party – NCP)–র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আজ সন্ধ্যায় ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজেও উপস্থিত ছিলেন এবং বলেন, “আমি এবার নির্বাচন করছি না। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বৃহত্তর জোট রাজনীতির আলোকে এনসিপির সংগঠনিক কার্যক্রম পরিচালনার দিকেই মনোনিবেশ করছি।”
এ সময় জানানো হয়, সারাদেশে এনসিপি থেকে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
এর আগে ধারণা করা হচ্ছিল, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হবেন। এ আসনে তিনি নির্বাচনী প্রচারণাও শুরু করেছিলেন। পাশাপাশি কুমিল্লা-র একটি আসন থেকেও তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তবে তিনি ঠিক কোন দলের হয়ে নির্বাচন করবেন, তা নিয়ে জল্পনা চলছিল।
বিশেষ করে ২০২৪ সালের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একদল শিক্ষার্থীর গড়া সংগঠন এনসিপিতে তার যোগদান নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আসিফ মাহমুদ তার অবস্থান স্পষ্ট করলেন।
এর ঠিক আগের দিন জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) নেতৃত্বাধীন একটি ৮ দলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয় এনসিপি, যা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে অংশ না নিয়ে আসিফ মাহমুদের এমন কৌশল তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনারই ইঙ্গিত দেয়, যেখানে সংগঠনের ভিত শক্ত করাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।


