দেড় যুগ পর নয়াপল্টনে তারেক রহমান, বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ঢল

দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (Bangladesh Nationalist Party – BNP)–র কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় তাঁর গাড়িবহর কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস দেখা দেয়। নয়াপল্টন এলাকায় নেমে আসে নেতাকর্মীদের ঢল।

বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউর বাসা থেকে বের হয়ে তারেক রহমান পৌঁছান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। গেটে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।

দোতলার বেলকনিতে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, “আজ এখানে আমাদের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। সেজন্য সবাইকে অনুরোধ করব দ্রুত রাস্তাটি খালি করে দিন, যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে।”

তিনি আরও বলেন, “আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন—আমরা দেশটাকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করি। এমনকি রাস্তার কাগজ বা ময়লাও যদি চোখে পড়ে, তা সরিয়ে দিয়ে আমরা দেশ গড়ার অংশ হতে পারি।”

তারেক রহমানের এই উপস্থিতি কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন হাজার হাজার নেতা-কর্মী। বিকেল সাড়ে ৩টায় পুরো সড়ক জনসমুদ্রে রূপ নেয়। ব্যাপক ভিড় সামাল দিতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হয়। তারেক রহমান গাড়ি থেকে নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করার সময় নেতাকর্মীরা করতালির মাধ্যমে অভ্যর্থনা জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

কার্যালয়ের ভেতরে গিয়ে তিনি নতুনভাবে প্রস্তুতকৃত দোতলার একটি কক্ষে প্রবেশ করেন, যা বিএনপি চেয়ারপারসনের কক্ষের পাশে তাঁর জন্য প্রস্তুত করা হয়েছে।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই নয়াপল্টন এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ, কর্মসূচি যখন ঘোষণা করব, তখন আপনাদের সামনে আবার বক্তব্য রাখব। এখন সবাইকে অনুরোধ করছি—আমার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *