দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম (Mohammad Rafiqul Islam)।
প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছেন বিএনপি (BNP) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia), যিনি দিনাজপুর-৩ (সদর) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। দিনাজপুর-৬ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)
এই আসনে মনোনয়ন দিয়েছেন:
– বিএনপির মনজুরুল ইসলাম
– জামায়াত ইসলামের মতিউর রহমান
– জাতীয় পার্টির শাহিনুর ইসলাম
– ইসলামী আন্দোলনের মো. চান মিয়া
– গণ অধিকার পরিষদের রিজওয়ানুল ইসলাম
– স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরী
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল)
প্রার্থীরা হলেন:
– বিএনপির মোহাম্মদ সাদিক রিয়াজ পিনাক চৌধুরী
– জাতীয় পার্টির মোহাম্মদ জুলফিকার হোসেন
– স্বতন্ত্র আনোয়ার হোসেন জীবন
– জাতীয় পার্টি (জেপি) সুধীরচন্দ্র শীল
– বাংলাদেশ মুসলিম লীগের মো. মোকারম হোসেন
– জামা’\য়াত এ কে এম আফজালুল আনম
– জুবায়ের সাঈদ (স্বতন্ত্র)
– আনম বজলুর রশিদ (স্বতন্ত্র)
– রেজওয়ানুল কারিম রাবিদ (স্বতন্ত্র)
দিনাজপুর-৩ (সদর)
এই হেভিওয়েট আসনে প্রার্থীদের তালিকায় রয়েছেন:
– বিএনপি চেয়ারপারসন বেগম খা’\লে’\দা জি’\য়া
– বিএনপির জাহাঙ্গীর আলম
– জনতার দলের মো. রবিউল ইসলাম
– ইসলামী আন্দোলনের মো. খাইরুজ্জামান
– বাসদের কিবরিয়া হোসেন
– জামা’\য়াতের মো. মাইনুল আলম
– বাংলাদেশ মুসলিম লীগের লাইলাতুল রীমা
– জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল
– বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম
– সিপিবির অমৃত কুমার রায়
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)
এই আসনে মনোনয়ন দিয়েছেন:
– বিএনপির আখতারুজ্জামান মিয়া
– জামা’\য়াতের আফতাব উদ্দিন মোল্লা
– জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ
– ইসলামী আন্দোলনের মো. আনোয়ার হোসেন
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী)
প্রার্থীরা হলেন:
– জাতীয় পার্টির কাজী আব্দুল গফুর
– স্বতন্ত্র মো. হযরত আলী বেলাল
– জামা’\য়াতের মো. আনোয়ার হোসেন
– এনসিপির মো. আব্দুল আহাদ
– বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাদের চৌধুরী
– বিএনপির এ কে এম কামরুজ্জামান
– স্বতন্ত্র মোহাম্মদ রুস্তম আলী
– স্বতন্ত্র এ জেড এম রেজওয়ানুল হক
– স্বতন্ত্র এস এম জাকারিয়া বাচ্চু
– আমজনতার দলের মো. ইব্রাহিম আল মন্ডল
দিনাজপুর-৬ (বিরামপুর-ঘোড়াঘাট-নবাবগঞ্জ-হাকিমপুর)
এই আসনে প্রার্থী হয়েছেন:
– বিএনপির ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন
– জামা’\য়াতের মো. আনোয়ারুল ইসলাম
– এবি পার্টির মো. আব্দুল হক
– বাসদের মো. আব্দুল হাকিম
– জাতীয় পার্টির মো. রেজাউল হক
– স্বতন্ত্র মো. শানেওয়াজ ফিরো শুভ শাহ
– স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল্লাহ
– ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক
মনোনয়ন দাখিলের এই প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এখন অপেক্ষা যাচাই-বাছাই ও পরবর্তী নির্বাচন কার্যক্রমের।


