মাকে দেখতে আবারও হাসপাতালে তারেক রহমান

অসুস্থ মা বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)–কে দেখতে সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তার ছেলে ও বিএনপির (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। এর আগেও তিনি গত শনিবার (২৭ ডিসেম্বর) এবং রোববার (২৮ ডিসেম্বর) একই হাসপাতালে মায়ের খোঁজ নিতে এসেছিলেন।

১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে পৌঁছে সেদিনই হাসপাতালে ছুটে যান অসুস্থ মায়ের পাশে।

খা’\লে’\দা জি’\য়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ (CCU) চিকিৎসাধীন। তাকে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে CCU-তে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানাচ্ছেন, ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার রোগগুলোর মধ্যে রয়েছে: লিভার ও কিডনির জটিলতা , হৃদরোগ , উচ্চ রক্তচাপ , ডায়াবেটিস , আথ্রাইটিস , সংক্রমণজনিত সমস্যা ।

চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বলছে, সাম্প্রতিক পরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা ধরা পড়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে অবস্থা আরও জটিল হয়। ফলে তাকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেয়া হয়েছে যাতে তার ফুসফুস ও অন্যান্য অঙ্গগুলো বিশ্রামে থাকতে পারে।

চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখার পাশাপাশি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *