আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় এসেছেন ৭১ বছর বয়সী ফকির আবুল মুনসুর।
সোমবার তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, দীর্ঘদিন ভিক্ষা করে সঞ্চয় করা অর্থ দিয়েই তিনি মনোনয়ন ফরম ক্রয় ও নির্বাচনী জামানতের টাকা জোগাড় করেছেন। আবুল মুনসুর ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মরহুম চান মিয়ার সন্তান।
মনোনয়ন দাখিলের পর প্রতিক্রিয়ায় তিনি জানান, বয়সের কারণে শরীর দুর্বল হলেও জীবিকার প্রয়োজনে তাঁকে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করতে হচ্ছে। তবে বহুদিন ধরেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। সেই লক্ষ্য সামনে রেখে গত কয়েক মাস ধরে তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে সমর্থন ও আর্থিক সহায়তা সংগ্রহ করে নির্বাচনের প্রস্তুতি নেন।
তিনি আরও বলেন, ত্রিশাল থেকে অতীতে নির্বাচিত অনেক সংসদ সদস্য সাধারণ গরিব মানুষের দুঃখ-কষ্ট যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি। জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তাই সুযোগ পেলে নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চান বলে জানান আবুল মুনসুর।
একজন ভিক্ষুকের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘটনাটি ত্রিশাল উপজেলায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেলেও নিজের সিদ্ধান্তে অটল থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকার কথা জানিয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী।


