শাহবাগে খেলনা পিস্তল নিয়ে আসা মানসিকভাবে অসুস্থ সেই যুবক আগেও আটক হয়েছিল

ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশস্থল থেকে ‘খেলনা’ পিস্তলসহ গ্রেপ্তার যুবককে দুমাস আগেও একই ধরনের অস্ত্রসহ গ্রেপ্তার করার জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আরাফাত জামান (৩৮) নামের ওই যুবকটি মানসিকভাবে অসুস্থ।

সোমবার রাত সোয়া ৮টার দিকে তাকে আটক করে পুলিশে সাপোর্দ করেন ইনকিলাব মঞ্চের নেতারা, যারা সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনে নেমেছেন।

আটকের পর তাকে শাহবাগ থানায় নেওয়া হয় বলে জানান শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।

তিনি বলেন, আরাফাত বিদেশে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। বর্তমানে তিনি কোনো পেশায় যুক্ত নন।

রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, এই যুবককে গত অক্টোবরে খেলনা পিস্তলসহ পুলিশ ভবনের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

“সে সময় একটি খেলনা পিস্তল দেখিয়ে নিজেকে তিনি সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ঘোরাঘুরি করছিলেন।”

পুলিশের এ কর্মকর্তা বলেন, “দেশের বাইরে সাত-আট বছর থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করে দেশে ফেরেন জামান। তিনি সেনাবাহিনীতে ঢোকার জন্য চেষ্টা চালান। কিন্তু সেখানে তার চাকরি পাওয়া সম্ভব হয়নি।”

উপ কমিশনার মাসুদ বলেন, “সেনাবাহিনীতে চাকরি না পেয়ে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং পরিবারের পক্ষ থেকে চিকিৎসাও করানো হয় বলে জানা গেছে।”

তিনি বলেন, এর আগে যখন তাকে খেলনা পিস্তলসহ ধরা হয়, তখন খোঁজ নিয়ে জানা যায়, এটি তিনি বসুন্ধরা শপিং মল থেকে কিনেছিলেন।

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে আসার কারণ ব্যাখ্যা করে আরাফাত পুলিশকে বলেছে, হাদি খুব ভালো ছিল শুনে সে এই কর্মসূচিতে এসেছে। আর খেলনা পিস্তলটি তার সঙ্গেই থাকে।

পুলিশ বলছে, এই যুবকের বাবার নাম ওয়াহিদুজ্জামান। তিনি বছর তিনেক আগে মারা গেছেন। বলে পুলিশ জানতে পেরেছে।

ধানমন্ডি জিগাতলার ৮/এ নম্বর সড়কের একটি বাসায় মাকে নিয়ে থাকেন আরাফাত। তার মানসিক অসুস্থতাসহ সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপ কমিশনার মাসুদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *