খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ: তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র মৃত্যুতে জাতির উদ্দেশে আবেগঘন ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস (Professor Muhammad Yunus)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া ভাষণে তিনি সাবেক প্রধানমন্ত্রীর অবদান স্মরণ করে বলেন, ‘জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।’

ভাষণের শুরুতে তিনি দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, “আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তিনি বলেন, “এই গভীর শোকের মুহূর্তে আমি তাঁর পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী ও অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

প্রধান উপদেষ্টা তার ভাষণে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বলেন, “গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এমন একজন দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়।”

এসময় জাতির উদ্দেশে একটি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, “এই শোকাবহ সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।”

তিনি ঘোষণা দেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি এবং আগামীকাল তাঁর নামাজে জানাযার দিন একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো।”

ভাষণের শেষভাগে তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানান, “শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তাঁর জানাযাসহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন।”

ভাষণ শেষ করেন শুভকামনার বার্তা দিয়ে—“আল্লাহ হাফেজ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *