সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র জানাজায় অংশ নিতে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs)-এর বরাত দিয়ে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় তারা উপস্থিত থাকবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিশেষ প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর (Dr. S. Jaishankar)। ভুটানের প্রতিনিধি হয়ে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল (D.N. Dhungel)।
মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ থেকে বিশেষ দূত হিসেবে ঢাকায় আসবেন উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ (Dr. Ali Haidar Ahmed)।
পাকিস্তান (Pakistan) থেকে জানাজায় অংশ নেবেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাবিক (Sardar Ayaz Sadiq)। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার (Mohammad Ishaq Dar) এক্স প্ল্যাটফর্মে দেওয়া বার্তায়।
এছাড়া, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা (Bala Nanda Sharma) ও শ্রীলংকার (Sri Lanka) পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ (Vijitha Herath) একই সময়ে বুধবার দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার দুপুর ২টায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


