এভারকেয়ার থেকে ফিরোজা হয়ে যে পথে জাতীয় সংসদ ভবনে যাবে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র জানাজা অনুষ্ঠিত হবে বুধবার দুপুরে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই উপলক্ষে তাঁর মরদেহ এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital) থেকে নির্ধারিত রুটে জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মৃত্যুর পর থেকে ঢাকার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালেই রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ। জানাজার দিন সকালে তাঁকে হাসপাতাল থেকে গুলশান, সেখান থেকে সংসদ ভবনের উদ্দেশে নেওয়ার কথা জানানো হয়েছে।

এই রুট সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার মরদেহ প্রথমে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েকুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তর পার হয়ে পৌঁছাবে গুলশানের ফিরোজা বাসভবনে

সেখান থেকে কনভয় গঠিত হবে এবং যাত্রা করবে গুলশান-২, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে প্রবেশ করবে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায়

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার কনভয়ের যাতায়াত চলাকালে সংশ্লিষ্ট রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

পথে কোনো ধরণের বিশৃঙ্খলা বা যানজট এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন ও সহযোগিতার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *