বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পৃথক ও সুশৃঙ্খল ব্যবস্থার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারীদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে, যাতে তারা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে শেষবিদায় জানাতে পারেন।
নারীদের চলাচলের রুট ও অবস্থানের স্থান সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিমকে আগেই অবহিত করা হয়েছে বলে জানানো হয়।
এছাড়া জানাজায় অংশগ্রহণকারীদের প্রতি ব্যাগ বা যেকোনো বহনযোগ্য সামগ্রী না আনার অনুরোধ জানানো হয়েছে নিরাপত্তাজনিত কারণে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “খালেদা জিয়ার জানাজায় আগত সকল মানুষের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী, প্রশাসন এবং দলীয় স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবেন।”
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে। পরে তাঁকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর কবরের পাশে দাফন করা হবে।


