সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Khaleda Zia)–র মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
সকালেই তিনি হাইকমিশনে পৌঁছে সদ্যপ্রয়াত নেত্রীর স্মরণে খোলা শোকপুস্তিকায় স্বাক্ষর করেন এবং দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে এক্স-এ প্রকাশিত পোস্টে রাজনাথ সিং লিখেছেন, “নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছি। তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।”
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) ঢাকায় আসেন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে। সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বাক্ষরিত একটি শোকবার্তা হস্তান্তর করেন।
দূতাবাস ঘিরে সাম্প্রতিক উত্তেজনা
মাত্র ক’দিন আগেই দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল। ২৩ ডিসেম্বর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের ডাকে দূতাবাসের সামনে প্রতিবাদ মিছিল হয়। এর ঠিক আগে, ২০ ডিসেম্বর রাতে কয়েকজন বিক্ষোভকারী হাইকমিশনের সামনে স্লোগান দেয়, যা হুমকিস্বরূপ বলে বিবেচিত হয়। এই ঘটনাগুলো দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তির ছায়া ফেলেছিল।
তবে এমন পরিস্থিতির কিছুদিনের মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী নিজে বাংলাদেশ দূতাবাসে এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান—এটি কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ এক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকে বলছেন, এটি দুই দেশের সম্পর্কে ভারসাম্য ফিরিয়ে আনার একটি প্রয়াসও হতে পারে।


