প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-র প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার দুপুরে সাধারণ নাগরিক থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন এই প্রয়াত নেত্রীর সমাধিস্থলে।
বেলা ১১টার দিক থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হতে থাকেন জিয়া উদ্যানে। তবে নিরাপত্তাজনিত কারণে প্রথমে সমাধিস্থলের প্রবেশপথ বন্ধ রাখা হয়। পরে দুপুর ১২টার দিকে গেট খুলে দেওয়া হলে সর্বসাধারণের জন্য খুলে যায় বেগম জিয়ার সমাধিস্থল।
কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনেকে। অনেককে দেখা যায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে, কেউবা অশ্রুসিক্ত চোখে দোয়া ও মোনাজাতে অংশ নেন। বিএনপির নেতাকর্মীরাও বড় সংখ্যায় উপস্থিত ছিলেন সেখানে।
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
এরপর বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। তাকে সমাহিত করা হয়েছে তার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (Ziaur Rahman) কবরের পাশে।
‘আপসহীন নেত্রী’ নামে পরিচিত খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘকাল ধরেই দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।


