বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-র মৃত্যুর পর তার মনোনয়ন জমা দেওয়া তিনটি আসনে বিকল্প প্রার্থীরাই বিএনপির চূড়ান্ত প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, “আইন অনুযায়ী এখন নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই। বাছাইয়ের আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, ফলে মনোনয়নপত্র বৈধতা পাবে না।”
তিনি আরও বলেন, “যেহেতু এখন তিনি (খালেদা জিয়া) লিগ্যাল এন্টিটি হিসেবে আর বিদ্যমান নন, তার মনোনয়নপত্র স্বীকৃতি পাবে না। সেক্ষেত্রে তার পরিবর্তে মনোনীত বিকল্প প্রার্থীরাই নির্বাচনে লড়বেন।”
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ এই তিনটি আসনে খালেদা জিয়ার প্রার্থীতা ছিল। তবে তার শারীরিক অসুস্থতার কারণে আগেই বিকল্প প্রার্থী মনোনীত করা হয়। ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু, বগুড়া-৭–এ মোরশেদ আলম এবং দিনাজপুর-৩–এ সৈয়দ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এখন এই তিনজনই বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেবেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “মনোনয়ন যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর যদি কারও মৃত্যু হতো, তাহলে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি আসতে পারত। কিন্তু এখন সে জটিলতা নেই।”
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, “তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। যত শোকই থাকুক, তাকে দৃঢ় মনোবলে দেশের স্বার্থে সামনে এগোতেই হবে। এর কোনো বিকল্প নেই।”


