সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রূহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এ উপলক্ষে সারা দেশের মসজিদগুলোতে দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থার সমন্বয় বিভাগ থেকে মঙ্গলবার জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে ২ জানুয়ারি বাদ জুমা বাংলাদেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।
এছাড়া জানানো হয়, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে পরবর্তী তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় বিভাগ ও জেলা কার্যালয়গুলোকে তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি আজ বাদ জুমা দোয়া মাহফিল আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।
এ সিদ্ধান্তে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা ও প্রার্থনার বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


