৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে খালেদা জিয়ার কবর জিয়ারত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রূহের মাগফিরাত কামনায় তাঁর কবর জিয়ারত করেছেন ৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে উপস্থিত হয়ে তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় খালেদা জিয়ার আত্মত্যাগ, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকার কথা স্মরণ করেন উপস্থিত নেতারা।

ছাত্র ঐক্যের নেতারা বলেন, “খালেদা জিয়া ছিলেন আমাদের প্রেরণার প্রতীক। ৯০-এর গণতান্ত্রিক উত্তরণে তাঁর অবদান কখনো ভুলবার নয়।” তারা আরও বলেন, “আমরা তাঁর দেখানো পথে চলার শপথ নিয়েছি।”

এ সময় সংগঠনের পক্ষ থেকে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া, মরহুমা খালেদা জিয়ার জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ছাত্র ঐক্যের সাবেক ও বর্তমান নেতারা।

এ আয়োজনে ৯০-এর ঐতিহাসিক ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। দলমতের ঊর্ধ্বে উঠে তাঁরা জাতীয় নেত্রী হিসেবে খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *