এখন লক্ষ্য পরের ম্যাচ: মোস্তাফিজ

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। আলোচনা-সমালোচনা চারদিকে। তবে যাকে নিয়ে তোলপাড়, সেই মোস্তাফিজ আছেন খোশ মেজাজে। বিপিএলে তার রংপুর রাইডার্স সতীর্থ নুরুল হাসান সোহান এমনটাই জানালেন।

রোববার (৪ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ বল করে রংপুরকে জিতিয়েছেনও মোস্তাফিজ। শেষ ১৮ বলে ২৫ রান প্রয়োজন ছিল ঢাকার। উইকেট বাকি তখনও ৭টি। বর্তমান ক্রিকেট বাস্তবতায় এই সমীকরণ মেলানো ডাল-ভাত হলেও মুস্তাফিজের বলে খাবি খেয়েছে ঢাকা।

১৮তম ওভারে এসে মাত্র দুই রান দেন মুস্তাফিজ। ফিরিয়ে দেন মারকুটে ব্যাটার শামীম হোসেন পাটোয়ারিকে। পরের ওভারে দলটির পাকিস্তানি পেসার আকিফ জাভেদ ১৩ রান দিলে ঢাকার দরকার হয় ১০ রান। শেষ ওভারে মাত্র চার রান দেন । মোস্তাফিজের ম্যাজিক করা সেই ওভারে জয়ের সমীকরণ মেলাতে পারেনি ঢাকা। জয় তুলে নেয় রংপুর রাইডার্স।

এদিকে ম্যাচ শেষে ফেসবুক পোস্টে দেন মোস্তাফিজ। সেখানে লেখেন, ‘যখন প্রয়োজন, তখন দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে। জয়ে অবদান রাখতে পেরে সত্যিই খুশি। এখন লক্ষ্য পরের ম্যাচ।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *