বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ: গুতেরেসের মুখপাত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না জাতিসংঘ (United Nations)। নিউইয়র্কে মহাসচিব আন্তোনিও গুতেরেস (António Guterres)-এর মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মুখপাত্র স্টিফেন দুজারিক (Stéphane Dujarric)।

মঙ্গলবারের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে তিনটি প্রশ্ন করা হলে দুজারিক স্পষ্ট করেন, “না, জাতিসংঘ এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয় না। অতীতে আমরা এটা করতাম, কিন্তু এখন আর করি না।”

তবে তিনি জানান, নির্বাচন ঘিরে জাতিসংঘের কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশে এমন কোনো সহায়তা দেওয়া হচ্ছে কি না, তা যাচাই করে জানানো হবে বলেও জানান তিনি।

দ্বিতীয় প্রশ্নে সাংবাদিকরা জানতে চান, ১৭ বছর পর বিএনপি (BNP)–র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর দেশে ফেরাকে জাতিসংঘ কীভাবে দেখছে—এই প্রশ্নের জবাবে স্টিফেন দুজারিক বলেন, “আমি সংবাদ বিশ্লেষণ করি না, সেটি সাংবাদিকদের কাজ। তবে আমরা সবসময় বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে, তাকে সমর্থন জানাই।”

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-র মৃত্যু প্রসঙ্গে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চাইলে দুজারিক বলেন, “তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই।”

জাতিসংঘের অবস্থান থেকে স্পষ্ট যে, তারা নির্বাচন পর্যবেক্ষণে সরাসরি জড়িত না হলেও জনগণের মতপ্রকাশ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *