ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জমা পড়েছে মোট ৬৪৫টি আপিল আবেদন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে আজ ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ কার্যক্রম চলেছে। শুধুমাত্র শেষ দিনে জমা পড়েছে ১৭৬টি আপিল। আপিল গ্রহণ শেষ হওয়ার পরপরই কমিশন জানিয়েছে, আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে আপিল শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
শুনানি অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আপাতত চারদিনের শুনানির সূচি প্রকাশ করেছে কমিশন—
- **শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিল
- রবিবার (১১ জানুয়ারি): ৭১ থেকে ১৪০ নম্বর আপিল
- সোমবার (১২ জানুয়ারি): ১৪১ থেকে ২১০ নম্বর আপিল
- মঙ্গলবার (১৩ জানুয়ারি): ২১১ থেকে ২৮০ নম্বর আপিল
কমিশন জানিয়েছে, বাকি আপিল শুনানির সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
নির্বাচনের আগে বাছাইপর্বে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল কিংবা স্থগিত হওয়ায় অনেকেই কমিশনের দ্বারস্থ হয়েছেন। এ বছরের নির্বাচন ঘিরে যে পরিমাণ আপিল জমা পড়েছে, তা রাজনৈতিক উত্তাপ ও অংশগ্রহণমূলক নির্বাচনের চাপকেই নির্দেশ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


