চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মোবারক হোসেন বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এক কর্মিসভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ন কবির সুমন ও সদস্য সচিব মো. মোস্তফা কামাল সুমন ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা নবাগত সদস্যকে দলের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ত্যাগী ও শিক্ষিত যুবকদের রাজনীতিতে সম্পৃক্ততা দলকে আরও গতিশীল করবে।
যোগদান অনুষ্ঠানে মো. মোবারক হোসেন বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে ইউনিয়নের উন্নয়ন, যুবসমাজের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয়ভাবে কাজ করে যাব।
‘ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’, জামায়াত নেতার ব্যাখ্যা কর্মিসভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


