আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। রবিবার (১১ জানুয়ারি) শুনানির দ্বিতীয় দিনেই ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, যা নির্বাচনী মাঠে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টায় শুরু হওয়া এ শুনানিতে মাত্র ৩২ মিনিটে প্রথম ১২টি আপিলের শুনানি সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা শুনানিতে উপস্থিত ছিলেন এবং তারাই আপিলের নিষ্পত্তি করেন।
প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন:
– চাঁদপুর-২ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মুবিন
– কুড়িগ্রাম-২: বাংলাদেশ জাতীয় পার্টির মো. আতিকুর রহমান
– গাজীপুর-২: খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন
– টাঙ্গাইল-৫: খেলাফত মজলিসের হাসানাত আল আমীন
– টাঙ্গাইল-৮: খেলাফত মজলিসের মো. শহীদুল ইসলাম
– টাঙ্গাইল-৭: খেলাফত মজলিসের মো. আবু তাহের
– বগুড়া-২: স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু
– জয়পুরহাট-২: এবি পার্টির এস এ জাহিদ
– রাঙামাটি (২৯৯): স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা
– জয়পুরহাট-১:** এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান
অন্যদিকে, কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিলের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি; তার আবেদন পেন্ডিং রাখা হয়েছে।
এছাড়া, ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
ইসির দ্রুততম সময়ে শুনানি শেষ করার বিষয়টি অনেকের কাছে ইতিবাচক বার্তা হিসেবে দেখা দিলেও, এখনো শতাধিক আপিল অপেক্ষমাণ রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিদিনের মতো ধারাবাহিকভাবে শুনানি চলবে এবং প্রার্থীদের আপিলগুলো যথাযথ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হবে।


