বগুড়া-২ আসনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্য (Nagorik Oikya)–র সভাপতি মাহমুদুর রহমান মান্না (Mahmudur Rahman Manna)। রবিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) তাঁর আপিল মঞ্জুর করলে বৈধ হয় তাঁর মনোনয়নপত্র।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে আজ অনুষ্ঠিত হয় মোট ৭১টি আপিলের শুনানি। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এর মধ্যে ৫৮টি আপিল মঞ্জুর, ৭টি খারিজ এবং ৬টি আপিল মুলতবি রাখা হয়েছে।
আপিল মঞ্জুর হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মান্না বলেন, “মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র হয়েছিল, তা শেষ পর্যন্ত টেকেনি। আমি প্রথমেই আল্লাহর কাছে শোকর আদায় করছি। আমার বিশ্বাস ছিল, এই ষড়যন্ত্র টিকবে না।”
তার বিরুদ্ধে ব্যাংকঋণ খেলাপির অভিযোগ ছিল, যা তিনি সরাসরি মিথ্যা বলে দাবি করেন। মান্না বলেন, “ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখার এক কর্মকর্তার মাধ্যমে একটি ভুয়া নোটিশ তৈরি করা হয়েছিল। পরে আমি বিষয়টি জেনে ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগাযোগ করি। এর পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তা শাস্তিমূলকভাবে স্ট্যান্ড রিলিজ ও ট্রান্সফার হন। কিন্তু এসব তথ্য মিডিয়ায় প্রকাশ পায়নি।”
প্রার্থিতা ফিরে পাওয়ার মধ্য দিয়ে মান্না এখন বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, যেখানে তাঁর প্রার্থিতা বাতিল ঘিরে শুরু থেকেই নানা আলোচনা ও বিতর্ক ছিল।


