চট্টগ্রাম-১৪: এলডিপির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চট্টগ্রাম-১৪ (Chattogram-14) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় ধরনের রাজনৈতিক যোগদান ঘটেছে। এলডিপি (LDP)-র প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে (BNP) যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) চন্দনাইশের দোহাজারি রূপনগর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এই নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

ফুল দিয়ে তাদের বরণ করে নেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। ব্যানার, ফেস্টুন, ও প্ল্যাকার্ড হাতে মিছিল করে অনুষ্ঠানে অংশ নেন সদ্য যোগদানকারী নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলডিপি থেকে বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা এই আসনে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে। তাঁরা সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

“চট্টগ্রাম-১৪ আসন উপহার দেব তারেক রহমানকে”—জসিম উদ্দিন আহমেদ

বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বলেন, “ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে—এটি বুঝতে পেরেই এলডিপির নেতাকর্মীরা দলে আসছেন। আমরা আরও অনেক নেতাকর্মীকে সঙ্গে পাবো সামনে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান (Tarique Rahman)-কে উপহার দিতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন সমন্বয়কারী এম এ হাশেম রাজু, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন, নুরুল ইসলামসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এই যোগদান বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *