চট্টগ্রাম-৪: বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল চেয়ে দুই ব্যাংক ও জামায়াত প্রার্থীর আপিল

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) (Chattogram-4, Sitakunda) আসনে বিএনপি (BNP) মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছে দুটি বেসরকারি ব্যাংক এবং একই সঙ্গে জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীও পৃথকভাবে আপিল করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে রোববার (১৪ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংক এশিয়া (Bank Asia) ও ট্রাস্ট ব্যাংক (Trust Bank) উভয়েই আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের আবেদন জমা দিয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, এসব আপিলের শুনানি হবে বৃহস্পতিবার ও শুক্রবার। এর আগে গত ৩ জানুয়ারি চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কিন্তু পরে ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগ ওঠে, যা নতুন করে মনোনয়ন বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।

জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর দাবি, “আদালতের এক আদেশে আসলাম চৌধুরীকে ঋণখেলাপি ঘোষণার কার্যকারিতা স্থগিত করা হলেও শর্ত ছিল ১৩টি ব্যাংকে মোট ৫০ কোটি টাকা ৩১ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। সেই শর্ত বাস্তবায়নের আগেই তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়, যা অনিয়ম।”

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন আসলাম চৌধুরী। রোববার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আমার মনোনয়ন বাতিল করতে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে। আমি সব ধরনের আইনি বাধা অতিক্রম করেই নির্বাচন করছি।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ব্যাংক এশিয়ার ঢাকা করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালক আসলাম চৌধুরীর বিরুদ্ধে সরাসরি আপিল করেছেন। একই অভিযোগে ট্রাস্ট ব্যাংকও পৃথকভাবে আবেদন জমা দিয়েছে।

এই অবস্থায় আসলাম চৌধুরীর প্রার্থিতা চূড়ান্ত হবে কিনা, তা নির্ধারিত হবে আপিল শুনানির পর। ইসি সূত্র বলছে, আপিল নিষ্পত্তির পরই নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *