জোটগত আসন ভাগাভাগি নিয়ে চলমান অনিশ্চয়তা অবসানের ইঙ্গিত দিলেন জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, আগামীকাল (মঙ্গলবার) বা পরশুদিন (বুধবার) এর মধ্যেই জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
সোমবার (১৫ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (European Union) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
“দাওয়াত পেয়ে যাবেন”—দিনক্ষণ নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য
আসন সমঝোতার ঘোষণা কবে আসবে—এই প্রশ্নের উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসব।”
জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান আলোচনা ও মতবিরোধের পর অবশেষে জামায়াতসহ শরিক দলগুলো আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক: লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল জানতে চায়—সব দলের জন্য নির্বাচন প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা, কোনো চ্যালেঞ্জ বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কিনা।
জবাবে জামায়াত আমির বলেন, “আমরা জানিয়েছি যে, কিছু চ্যালেঞ্জ আছে। তবে এই মুহূর্তে সেগুলো ইউরোপীয় ইউনিয়নকে জানাতে চাই না। বরং প্রথমে নির্বাচন কমিশন (Election Commission) এবং সরকারকে জানানো হবে, কারণ এদের দায়িত্ব হচ্ছে সেসব সমাধান করা।”
তিনি আরও বলেন, “যদি আমাদের অভিযোগের সমাধান পাই, তাহলে বাইরের কাউকে বলার প্রয়োজন নেই। আর যদি না পাই, তখন জনগণ এবং ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলকেও জানানো হবে।”
উল্লেখ্য, নির্বাচনের মাঠে জামায়াত নেতৃত্বাধীন জোটের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। আসন ভাগাভাগি নিয়ে শরিকদের মধ্যে মতানৈক্য থাকলেও শফিকুর রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আলোচনার শেষ পর্যায়ে পৌঁছেছে তারা।


