বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) বলেছেন, দেশের একটি কথিত রাজনৈতিক দল—যারা কখনো স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিল না—তারা নির্বাচন বানচালের জন্য নানামুখী চক্রান্ত করছে। তাদের উদ্দেশ্য, গু’\লি, হ’\ত্যা ও সহিং’\সতা সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করা। তবে বিএনপি এই ফাঁদে পা দেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার (Khaleda Zia) রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোকসভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। অনুষ্ঠানটির আয়োজন করে বারডেম হাসপাতাল অফিসার্স অ্যাসোসিয়েশন।
আব্বাস বলেন, “যারা অতীতে কখনও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পাশে দাঁড়ায়নি, তারাই আজ সহিং’\সতা ও খু’\নখারাবি করে নির্বাচনী পরিবেশ ধ্বংস করতে মরিয়া।” তিনি বলেন, বিএনপি জানে এই ষড়যন্ত্রের উদ্দেশ্য কী—“জনগণের সমর্থন নেই বলে জামানত বাজেয়াপ্তের ভয় থেকেই তারা এখন এই অপচেষ্টায় নেমেছে।”
তিনি আরও অভিযোগ করেন, “দেশের ভেতর ও বাইরে কোটি কোটি টাকা খরচ করে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু এতে কিছু হবে না, কারণ জনগণ এখন সব জানে।”
খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে মির্জা আব্বাস বলেন, “আজ আমরা যা কিছু করতে পারছি—মতপ্রকাশ, নির্বাচনে অংশগ্রহণ—সবই বেগম জিয়ার ত্যাগের ফসল। তিনি নিজের জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছেন।”
একই দিন জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৃথক শোকসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান (Selima Rahman)। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল।
সেলিমা রহমান বলেন, “আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়ছি। আজকের বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আমাদের সংগ্রামের অগ্রনায়ক। তাঁর নেতৃত্বে আমরা খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে একত্রিত হয়েছি।”
তিনি আরও বলেন, “মানুষ এখন উপহার বা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে না। জনগণ সচেতন হয়েছে। এখন মানুষ চায় প্রকৃত প্রতিনিধিত্ব—যেখানে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে একটি জবাবদিহিমূলক সরকার।”
শোকসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।


