জামায়াত জোট থেকে বের হয়ে ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolon Bangladesh) স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হচ্ছে না। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত ২৭০ প্রার্থীর মধ্যে দু’জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে ২৬৮টি আসনে এককভাবে লড়বে দলটি। বাকি ৩২ আসনে কাকে সমর্থন দেওয়া হবে—সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

গাজী আতাউর রহমান বলেন, “আমাদের ২৬৮ আসনে প্রার্থী রয়েছেন। ৩২টি আসন এখনো ফাঁকা। এই আসনগুলোতে আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পর সিদ্ধান্ত নেব কাকে সমর্থন দেব। যারা আমাদের আদর্শ ও লক্ষ্যের সঙ্গে মিল রাখবে, ইনশাআল্লাহ তাদেরকেই সমর্থন দেব।”

জোটে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য পীর সাহেব চরমোনাই ওয়ানবক্স পলিসি প্রস্তাব করেছিলেন। প্রথমে অনেকেই তা সমর্থন করলেও পরে দেখা গেছে, কিছু দল কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে ওয়ানবক্স পলিসিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এতে আমরা হতাশ হয়েছি।”

তিনি বলেন, “গতকাল একটি সংবাদ সম্মেলনে আমরা দেখেছি কিভাবে আসন বণ্টন হয়েছে। আমাদের দীর্ঘদিনের পথচলা এবং ৫ আগস্টের পর সারাদেশে ইসলামপন্থিদের একত্র করার চেষ্টা বিফল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলামের পক্ষের একটি স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে হবে।”

আইএবি মুখপাত্র আরও বলেন, “আমরা বহুদিন ধরে ইসলামের আদর্শে কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য কাজ করে যাচ্ছি। এই আদর্শ থেকে বিচ্যুত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের নেতাকর্মী ও জনগণের সঙ্গে কোনো ধরণের প্রতারণা আমরা করতে পারি না।”

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারের নির্বাচনে একটি পৃথক, আদর্শনির্ভর অবস্থান গ্রহণ করলো, যেখানে দলীয় স্বকীয়তা ও নীতি অক্ষুণ্ন রাখা হলো প্রধান বিবেচ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *