গু’\ম ও খু’\নের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

আওয়ামী লীগ সরকারের সময় গণতান্ত্রিক আন্দোলনে গু’\ম, খু’\ন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন তারেক রহমান (Tarique Rahman)। আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ সভা শুরু হয়, যা আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামক দুটি সংগঠন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি গু’\ম ও খু’\নের শিকার পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য; রুহুল কবির রিজভী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব; রশিদুজ্জামান মিল্লাত, দলের কোষাধ্যক্ষ; চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা; সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন; এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ বিএনপির অন্যান্য নেতারা।

আয়োজক সংগঠনদ্বয়ের পক্ষ থেকে জানানো হয়, “বিগত গণতান্ত্রিক আন্দোলনের সময় যারা গু’\ম বা হ’\ত্যা’\কা’\ণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবার যেন ভুলে না যান—এই সভার মূল লক্ষ্য সেই স্মৃতিকে জীবিত রাখা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী পরিবারগুলো তাঁদের প্রিয়জনদের স্মৃতি তুলে ধরেন, অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিএনপি নেতারা এই পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতেই তাঁদের এই লড়াই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *