ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে নির্বাচন কমিশন ভবনে। আজ রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে।
এদিকে, নির্বাচন ভবনের বাইরে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর তিন দফা অভিযোগ নিয়ে ঘেরাও কর্মসূচি। ছাত্রদলের নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে অভিযোগ জানাচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের।
ছাত্রদলের তিনটি মূল অভিযোগ হলো:
১. পোস্টাল ব্যালট বিতর্ক
ছাত্রদল বলছে, পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা** নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করেছে। এতে ভোটারদের আস্থার সংকট সৃষ্টি হতে পারে।
২. দায়িত্বহীন ও অদূরদর্শী সিদ্ধান্ত:
তাদের অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
৩. শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে প্রজ্ঞাপন:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে কমিশন সম্প্রতি একটি বিতর্কিত ও নজিরবিহীন প্রজ্ঞাপন জারি করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। তারা মনে করছে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
এ সব ইস্যুতে ছাত্রদল কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং দাবিগুলোর যৌক্তিক সমাধান না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে।


