ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে সমর্থন দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আশরাফুল হক নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, “বিগত দীর্ঘ সময় ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি, প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে জড়িয়েছি। আপনাদের চোখে যে প্রত্যাশার আলো দেখেছি, তা আমার আগামীর পথচলার পাথেয়।”
তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জোটের স্বার্থে এই আসন এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। “একজন অনুগত কর্মী হিসেবে আমি এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছি। ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ আমার কাছে বড়।”
প্রার্থিতা প্রত্যাহারের আহ্বানে তিনি জোটের সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, ঠিক একইভাবে এখন জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের পক্ষে ঝাঁপিয়ে পড়ুন। বিজয় অর্জনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।”
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম জাহাঙ্গীর হোসেন।


