পিরোজপুর-২: উপজেলা চেয়ারম্যান সহ জেপি থেকে সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পিরোজপুর (Pirojpur) জেলার ভান্ডারিয়ায় রাজনীতির মাটিতে বড় ধরনের নাড়া দিয়েছে জাতীয় পার্টির (জেপি) এক বিশাল অংশের হঠাৎ দলবদল। দীর্ঘদিন ধরে জেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, দুই সাবেক ইউপি চেয়ারম্যানসহ সহস্রাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে চরখালীতে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জমজমাট অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়। নেতৃত্ব দেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বল। তার সঙ্গে এক হাজারেরও বেশি নেতাকর্মী বিএনপিতে নাম লেখান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির (BNP) কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং ভান্ডারিয়া বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

নতুন দলে যোগ দেওয়া নেতাকর্মীদের তালিকায় আছেন জেপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সিনিয়র সহসভাপতি ও নূরনমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার, পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি মনির সরদার, ওয়ার্ড কাউন্সিলর মো. কাদের সরদার, ফকরউদ্দিন জালাল মিয়া, জামাল উদ্দীন স্বপন মিয়াসহ অন্তত ৫০ জন বর্তমান ও সাবেক ইউপি সদস্য।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই গণযোগদানে ভান্ডারিয়ায় জেপির সাংগঠনিক কাঠামো এক ধাক্কায় দুর্বল হয়ে পড়তে পারে। এক সময় এই উপজেলা জেপির একক প্রভাবাধীন ছিল। কিন্তু এখন সেই অবস্থানে বড় রকমের চিড় ধরেছে। তৃণমূলের একাংশ মনে করছেন, দীর্ঘদিন জেপিতে থেকে তারা রাজনৈতিক স্থবিরতা অনুভব করেছেন এবং জাতীয় ও স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে জেপি জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে না।

নবাগত নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দেশে চলমান রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক এবং শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা থেকেই তারা বিএনপির পতাকাতলে এসে দাঁড়িয়েছেন। তারা বিশ্বাস করেন, বিএনপি জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *