এখন নির্বাচন কমিশন যোগ্যতার সাথে কাজ করছে: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই তাদের দায়িত্ব পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু সুনির্দিষ্ট সমস্যার কথা জানানো হয়েছিল, যেগুলোর সমাধান গতকাল রবিবার সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *