সিলেটে শাহজালালের (র.) মাজারে তারেক রহমানকে স্বাগত জানাতে জনতার ঢল

সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের প্রবেশ পথে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। তিনি মাজার জিয়ারতে আসছেন- এমন খবরে এই ভিড়।

বুধবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান, সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকা অতিক্রম করে।

এসময় রাস্তার উভয় পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে তাকে স্বাগত জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *