সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের প্রবেশ পথে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। তিনি মাজার জিয়ারতে আসছেন- এমন খবরে এই ভিড়।
বুধবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান, সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকা অতিক্রম করে।
এসময় রাস্তার উভয় পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে তাকে স্বাগত জানান।


