শনিবার সন্ধ্যায় যাচ্ছেন চট্টগ্রাম, ফেরার পথে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জে জনসভা

তারেক রহমান (Tarique Rahman) এবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে চট্টগ্রাম অভিমুখে রওনা হচ্ছেন। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে। সেখানে রাত যাপন শেষে পরদিন রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বড় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, পলোগ্রাউন্ডে সমাবেশ শেষে তারেক রহমান যাবেন ফেনী। ফেনী পাইলট স্কুলের খেলার মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এখান থেকে তার নির্বাচনী সফরের পথ হবে ঢাকার দিকে। পথে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি মাঠ, দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একের পর এক সমাবেশে অংশ নিয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় ফিরবেন বিএনপির এই চেয়ারম্যান।

বৃহস্পতিবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রচারণা শুরু করেন তারেক রহমান। সেখান থেকে একদিনেই মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী হয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ শেষে গভীর রাতে রাজধানীতে ফিরেছেন তিনি।

দলের পক্ষ থেকে বলা হচ্ছে, ধারাবাহিক এসব সফরের মাধ্যমে মাঠ পর্যায়ে নির্বাচনী তৎপরতা বাড়াতে চাচ্ছেন তারেক রহমান। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মনোবল জোগানো ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই সফরসূচি নির্ধারিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *