বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)-কে ফের জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। ফিটনেস বিবেচনায় উপযুক্ত ভেন্যুতে তাকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এসেছে বিসিবির সর্বসম্মত মতামতের ভিত্তিতে।
শনিবার (২৪ জানুয়ারি) এক জরুরি বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি জানান, “সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইলিবিলিটি ও ফিটনেস স্বাপেক্ষে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে।”
বোর্ডের এই সিদ্ধান্তে স্পষ্ট যে, দেশের মাটিতে কিংবা বিদেশে—যেসব ভেন্যুতে খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত থাকবেন সাকিব, সেইসব ম্যাচেই তাকে দলে রাখতে পারবেন নির্বাচকরা। এমনকি পরবর্তী সিরিজগুলো থেকেই শুরু হতে পারে তার ফেরার পর্ব।
এর পাশাপাশি সাকিবকে কেন্দ্রীয় চুক্তির আওতায় ফেরানোর কথাও ভাবছে বিসিবি। এ বিষয়ে ইতোমধ্যে তাকে নতুন প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বোর্ড।
সাকিবের সঙ্গে জড়িত আইনি বিষয়গুলো নিয়েও পদক্ষেপ নিতে যাচ্ছে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসব ইস্যুতে সরাসরি সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান আমজাদ হোসেন।
বিসিবির এই সিদ্ধান্তে স্বভাবতই সাকিব ভক্তরা উচ্ছ্বসিত। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডারকে আবারও লাল-সবুজের জার্সিতে দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।


