নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী তার ছয়জন অনুসারী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেলে শহরের মাদরাসা মোড়ে নাটোর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির ও সদরের এমপি প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।
এসময় অ্যাডভোকেট আমেল খান চৌধুরী বলেন, সুদ ঘুষ মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের আশায় জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে তার অনুসারীদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
নাটোর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে ইসলামী আন্দোলনের ( চরমোনাই) সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী তার অনুসারী সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ ছয় নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
তিনি আরো বলেন, যোগদানকারী নেতাকর্মীরা জানিয়েছেন, দেশে সুদ ঘুষ, ন্যায় ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী।
তিনি আরও বলেন , আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে বলেও অঙ্গীকার করেছেন।


