ভোলা-১ আসনে প্রচারণায় নেমে বিএনপি কার্যালয়ে গেলেন পার্থ, বললেন “তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতেই ১৭ বছর কষ্ট করেছি”

ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ (Barrister Andaleeve Rahman Partha) নির্বাচনী প্রচারের শুরুতেই গিয়েছেন ভোলা জেলা বিএনপির কার্যালয়ে। নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে কষ্ট করে তিনি জোট ধরে রেখেছেন শুধুমাত্র একটি লক্ষ্যকে সামনে রেখে—তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানো।

পার্থ বলেন, “১৭ বছর সকাল-বিকেল আমরা অনেক কষ্ট করেছি। এই জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় নিতে হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক, সফল এবং সুন্দর রাষ্ট্রে পরিণত করাই তারেক রহমানের স্বপ্ন।”

বিএনপি ও বিজেপির অতীতের বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা আমার ওপর রাগ কইরেন না। আসুন, আমরা একসঙ্গে কাজ করি। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা ভালো কিছু উপহার দিতে পারব ইনশাআল্লাহ।”

পার্থ আরও বলেন, “আমরা দুইটা দলই যদি একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে একসঙ্গে কাজ করি, তাহলে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমানকে আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারব।”

সাক্ষাতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসেন ভাই, সবাই একসঙ্গে কাজ করি। খালেদা জিয়া চলে গেছেন। এখন তারেক ভাই আছেন। তার হাতকে শক্তিশালী করি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *