আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামী ২৮ জানুয়ারি (বুধবার) তারেক রহমান (Tarique Rahman) রাজশাহী সফর করবেন। এদিন ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিনুর বাসভবনে এক বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত (Syed Shaheen Saikat)। তিনি বলেন, “তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।”
সৈকত আরও জানান, সফরসূচি অনুযায়ী বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন। সভায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে প্রতীক তুলে দেবেন।
এই জনসভাকে কেন্দ্র করে রাজশাহীতে ইতোমধ্যেই রাজনৈতিক উত্তেজনা এবং মাঠ পর্যায়ে কর্মী সমাবেশ শুরু হয়েছে। সৈকতের ভাষ্যমতে, এই সফর বিএনপির জন্য কেবল প্রতীক বিতরণের আনুষ্ঠানিকতা নয়, বরং রাজশাহীর জনগণের সামনে দলের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
রাজশাহীতে জনসভা শেষ করে বিকেলে তারেক রহমান নওগাঁ (Naogaon) সফরে যাবেন, যেখানে তিনি আরও একটি জনসভায় অংশগ্রহণ করবেন। নওগাঁর কর্মসূচি শেষেই তিনি বগুড়ার উদ্দেশে রওনা হবেন।
উল্লেখ্য আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) তার বরিশালে আগমনের কথা থাকলেও শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তা পেছানো হয়েছে। তবে কবে তিনি বরিশাল সফর করবেন, সে বিষয়টি চূড়ান্ত হয়নি।


