রাজধানীর শাহবাগ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে তিনি এই জিডিটি সম্পন্ন করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওমর বিন হাদি তার আবেদনে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে ঠিক কী কারণে বা কার কাছ থেকে তার এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জিডিতে উল্লেখ করেননি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘দ্বিতীয় সচিব’ পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।


