ঢাকা-৮ (Dhaka-8) আসনে বিএনপি (BNP) মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) বলেছেন, আসন দেওয়ার মালিক কোনো ব্যক্তি বা দল নয়, আল্লাহ এবং জনগণই আসল মালিক। তিনি জোর দিয়ে বলেন, জনগণের ভোটই ক্ষমতার প্রকৃত উৎস এবং জনগণের সিদ্ধান্তই সর্বোচ্চ।
রোববার রাজধানীর মালিবাগ ও শাহজাহানপুর এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন মির্জা আব্বাস।
তিনি বলেন, “১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই এলাকার জনগণ ভালোবেসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি বিশ্বাস করি, আজও তারা আমার ও আমার দলের কার্যক্রম বিবেচনা করে আবারও আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।”
সম্প্রতি জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) আমিরের দেওয়া এক বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বেকার ভাতা নয়, কর্মসংস্থানের কথা বলেছেন জামায়াতের আমির। বিষয়টি জনগণই মূল্যায়ন করবে।”
তিনি আরও বলেন, “কেউ বলেছেন, তারা ঢাকা শহরে বিএনপিকে কোনো আসন দেবেন না। আমার প্রশ্ন—আসন দেওয়ার মালিক কে? এমন বক্তব্য স্বেচ্ছাচারিতার প্রতিফলন। জনগণের ঊর্ধ্বে গিয়ে কেউ কথা বললে তা অগণতান্ত্রিক আচরণ।”
মির্জা আব্বাস ইঙ্গিত করেন, “এখন মনে হচ্ছে, কোনো বিশেষ শক্তি নির্বাচনে কারচুপির মাধ্যমে কিছু করার চেষ্টা করছে। তবে জনগণ ইনশাআল্লাহ তা প্রতিহত করবে।”
নিজের নির্বাচনী এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “গত ১৭ বছরে এই এলাকাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস—এই তিনটি ব্যাধি পুরো এলাকা ধ্বংস করেছে। এলাকাবাসীকে এসব বিপদ থেকে রক্ষা করাই এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য।”
তিনি বলেন, “আমি জনগণের পাশে আছি, কাজ করে যাচ্ছি। জয় হবে ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।”


