আট দলীয় জোট থেকে বেরিয়ে আসার কারণ ব্যাখ্যা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolon Bangladesh)-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (Mufti Syed Muhammad Rezaul Karim) বলেছেন, “জামায়াতের মাধ্যমে সংসদে ইসলামের নীতি ও আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়, তাই আমরা আর তাদের সঙ্গে নেই।”
রবিবার বিকেলে ময়মনসিংহ-৪ (Mymensingh-4) সদর আসনের কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত ইসলামী আন্দোলনের এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “আমাদের মূল লক্ষ্য—দেশে ইসলামের নীতি-আদর্শ বাস্তবায়ন করা। কিন্তু জামায়াত বলছে তারা প্রচলিত আইনেই দেশ চালাবে। তাই তাদের সঙ্গে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।”
তিনি আরও অভিযোগ করেন, “অনেক প্রার্থীকে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। আমরা দেখেছি—বাংলাদেশ একবার নয়, পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এখন বাংলাদেশে ইসলামের পক্ষে একমাত্র দল ইসলামী আন্দোলন।”
সভায় ময়মনসিংহ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিনের প্রশংসা করে চরমোনাই পীর বলেন, “ডা. নাসির অত্যন্ত ভালো মানুষ। তাঁকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। মানুষের কল্যাণে কাজ করতে তাকে হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।”
সভায় অন্যান্য বক্তারাও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন। পথসভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, এবং তারা হাতপাখা প্রতীকের সমর্থনে ব্যাপক স্লোগান দেন।


