‘ভোটের অধিকার প্রতিষ্ঠায় মাথা খারাপ হয়ে গেছে অনেকের’—নারায়ণগঞ্জে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) বলেছেন, দেশের মানুষ বহু বছর ধরে শুধু “ডা’\মি ও নিশি’\রাতের নির্বাচন” দেখেছে, আর এখন যখন তারা ভোটের অধিকার আদায়ের পথে, তখন আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত ১৫-১৬ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। মানুষ ডা’\মি প্রার্থী, নিশি’\রাতের ভোট দেখতে দেখতে ক্লান্ত। এখন যখন আপনারা বিএনপির মিটিংয়ে ভিড় করছেন, ধানের শীষে ভোট দিতে প্রস্তুতি নিচ্ছেন, তখন অনেকে অস্থির হয়ে পড়েছে—তাদের ‘মাথা খারাপ’ হয়ে গেছে।”

‘দুর্নীতি ও মা’\দকের লাগাম ধরতে হবে’

নারায়ণগঞ্জের সমস্যাগুলো তুলে ধরে তারেক রহমান বলেন, “এই জেলায় দুর্নীতি ও মা’\দক ভয়াবহ রূপ নিয়েছে। শহরের ২০টি স্পটে মা’\দক ব্যবসা চলছে—এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া এখানে কেউ নিরাপদ নয়। বিগত বছরগুলোতে সাধারণ মানুষের ঘরবাড়ি, জমি, ব্যবসা—সবই দখলের শিকার হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরাও নির্যাতিত হয়েছে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসী যে দলেরই হোক, দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে সবাই নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা-বাণিজ্য করতে পারবে।”

ভোটকেন্দ্রে তাহাজ্জুদের আহ্বান

ভোটের দিন সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ধর্মীয় অনুরণন ব্যবহার করে তারেক রহমান বলেন, “১২ তারিখ ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে মুসলমান ভাইরা ভোটকেন্দ্রে যাবেন। ফজরের নামাজ কেন্দ্রের সামনেই জামাতে আদায় করে লাইন ধরবেন। আর মুসলমান না হওয়া ভাইরাও সেই ভোরে কেন্দ্রে চলে আসবেন।”

তিনি যোগ করেন, “আজকে এখানে ধানের শীষের পাঁচজন প্রার্থী আছেন। জনগণের কাজ না হলে, আপনারা তাদের বাড়িতে গিয়ে বসে থাকবেন—তারা যেন রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, ব্রিজ ঠিক করেন। আমি এই পাঁচজনকে আপনাদের জিম্মায় দিয়ে গেলাম।”

কর্মসংস্থানের পরিকল্পনা ও জনসংযোগ

দেশে ও বিদেশে কর্মসংস্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন প্রকল্প, তরুণদের ভাষাশিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব।”

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩–এ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫–এ আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুর ইসলাম রাজিব ও মহানগর আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানও বক্তব্য দেন।

এর আগে চট্টগ্রাম ও কুমিল্লায় জনসভায় অংশ নিয়ে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এই জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *