বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ একদিন পিছিয়ে ২৯ জানুয়ারি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর রাজশাহী সফরের সূচিতে পরিবর্তন এসেছে বিমানের টিকিট না পাওয়ার কারণে। পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (২৮ জানুয়ারি) তার রাজশাহীতে নির্বাচনী সমাবেশ হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঐ দিন দুপুর সাড়ে ১২টায় রাজশাহী নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দান) সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।

‘শুধু টিকিট না পাওয়াই পেছানোর কারণ’

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সাবেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু (Mizanur Rahman Minu)-র বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত ও প্রস্তুতির খোঁজখবর নেওয়া হয়।

মিনু বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে টেলিফোনে জানিয়েছেন, বিমানের টিকিট না পাওয়ায় ২৮ তারিখ রাজশাহীতে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই সমাবেশ একদিন পিছিয়ে ২৯ জানুয়ারি করা হয়েছে। এর বাইরে কোনো জটিলতা নেই।”

তিনি আরও বলেন, “এটি হবে একটি বৃহৎ ও ঐতিহাসিক সমাবেশ। রাজশাহীর জনগণ অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন তারেক রহমানের আগমনের জন্য।”

দলের শীর্ষ নেতা ও স্থানীয় প্রার্থীদের মতে, এই সমাবেশকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। বৃহত্তর রাজশাহী অঞ্চলের আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যকে ঘিরে এই জনসভা হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *